নিজস্ব প্রতিবেদক// ভোলার ঘরে ঘরে গ্যাসের দাবিসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ‘আমরা ভোলাবাসী’র ব্যানারে এই স্মারকলিপি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সেতু ভবনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা ভোলাবাসী’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব মীর মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য মোবাশ্বিরুল হক, এনামুল হক প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ভোলাবাসী দীর্ঘদিন ধরে ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে তারা বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
ভোলাবাসীর ৬ দফা দাবির মধ্যে রয়েছে ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে কলকারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন সংস্কার, একটি মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি সরবরাহ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই ‘আমরা ভোলাবাসী’র নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন ভোলার ২৫০ শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি সরবরাহ এবং সুন্দরবন গ্যাস কোম্পানিতে গ্যাসের জন্য টাকা জমা দেওয়া ২ হাজার ১৪৫ জনকে সংযোগ দেওয়ার আশ্বাস দেন। ভোলাবাসী দ্রুত এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.