প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার পরিপত্র স্থগিতের দাবিতে বরিশালে মানববন্ধন

মিল্টন কবিরাজ: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অধিনী কুমত টাউন হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি, বরিশাল মহানগর।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল জেলা ও মহানগর। গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এর ফলে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ ওঠে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে দেশের সব সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি বরিশাল মহানগরের সভাপতি মোঃ আরিফুর রহমান তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন ব্যাপারি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা ফারহানা তিথি। স্মারকলিপির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.