প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুর ১২ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে মুক্তিযোদ্ধ সংসদ মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা নুর দিদা রবি এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে ওবায়দুল কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক,
এছাড়াও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের ভাই জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাছুম, গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.