মোঃসাদ্দাম হোসেন// বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সবুজায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকারবদ্ধ নেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একটি করে হলেও গাছ লাগানো ও তার যত্ন নেওয়া।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি একটি সামাজিক আন্দোলন সবুজ পরিবেশ, পরিচ্ছন্ন প্রকৃতি এবং টেকসই উন্নয়নের জন্য এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
কর্মসূচি শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ পরিবেশ আরও সবুজ, শীতল ও প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.