নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল থানার গারদের ভেতরে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামে এক আসামী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। রাকিব সিকদার বাউফল পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর অনুমান দুপুর ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফা তাকে থানার গারদে রাখেন।
রাত ৯টার দিকে ডিউটিরত উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, রাকিব কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিচ্ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গারদখানার দরজা খুলে তাকে উদ্ধার করেন।
এএসআই (উপ সহকারী পুলিশ পরিদর্শক) শাহীন হাওলাদার বলেন, “সিসি ক্যামেরায় হঠাৎ চোখ পড়তেই দেখি আসামী গলায় ফাঁস দিচ্ছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হয়।”
আত্মহত্যার চেষ্টার বিষয়ে রাকিব সিকদার বলেন, “আমি গাঁজা খেয়েছিলাম অ্যাডভোকেট এনামুল হকের বাড়ির সামনে। তার স্ত্রী ( ফেরদৌসী ফাতেমা) গন্ধ পেয়ে আমাকে চোর বলে পুলিশের হাতে তুলে দেয়। "আমি নেশা করি, কিন্তু চুরি করিনি।" অপবাদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, “চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টা করার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.