নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ মায়ের চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থী সাব্বির শিকদার বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মা-ছেলেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে, প্রক্টরিয়াল বডি তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে।
ভুক্তভোগী শিক্ষার্থী সাব্বির শিকদার বলেন, ‘জ্বরে আক্রান্ত মাকে ডাক্তার দেখাতে হাসপাতালে এনেছিলাম। সকাল থেকে দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ জানানো হয় মানববন্ধনের কারণে রোগী দেখা হবে না।
আপত্তি তুলতেই স্টাফদের সঙ্গে তর্ক হয়। পরে ফেসবুকে লাইভে গেলে তারা আমার ফোন ছিনিয়ে এলোপাথাড়ি মারধর করে। মা আমাকে ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। চিকিৎসকের রুমে আশ্রয় নিলেও সেখানেও হামলা হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানতে পারি আমাদের এক শিক্ষার্থীর সাথে শেবাচিমে সমস্যা হয়েছে, পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাদের কাছে রেখেছে। পরে প্রক্টরিয়াল টিম গিয়ে তাদের নিয়ে আসে।
পরে জানতে পারি, চিকিৎসা নিতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমও শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.