ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৩ সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তিন সন্তানের জননী ৩৮ বছরের বয়স্ক এক মহিলা দিয়ে জনকন্ঠের সাবেক সাংবাদিক দৈনিক অজানা বার্তার বার্তা সম্পাদক আসিফ সিকদার মানিকসহ তিনজনের নামে ঝালকাঠি থানায় একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার রাতে গাবখান গ্রামের ফিটিং দেয়া ওই নারী তার ভাই মোল্লা শাওনের নামে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে ফাঁসানোর উদ্দেশে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ এবং দ-বিধির ৩২৩ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন । ঝালকাঠি থানার মামলানং ১১ তারিখ ২০/০৪/২০২১ ।
মামলার এজাহার এবং ফিটিং দেয়া ওই নারী গত ১৭ এপ্রিল আসিফ সিকদার মানিক, রিয়াজ ওরফে আশ্রু ও বাচ্চু হাওলাদারের নামে ৩ সাংবাদিক এর শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ আনে ।
তদন্ত ছাড়া এরকম একটি মিথ্যা মামলা থানায় এজাহারভুক্ত হওয়া ক্ষোভ প্রকাশ করেছে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির, ঝালকাঠি জেলা বিএমএসএফ ও ঝালকাঠি প্রেস ইউনিটি। এ সকল সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা দিয়ে হয়রানিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ এই জঘন্য হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মামলার তদন্ত কর্মকর্তা আনছারুল হক বলেন, ওই নারীর অভিযোগ মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে । তদন্তের দায়িত্ব পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের সাথে কথা বলেছি