নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পালিয়ে যান কয়েকজন। এসময় ঘটনাস্থল থেকে দুই শিক্ষককে আটক করে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে হোসেন্দী পূর্ব পাড়া এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- হোসেন্দী পূর্ব গ্রামের আ. হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০), চর পাকুন্দিয়া গ্রামের আ. মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে (১৫ আগস্ট) উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে খাবারের ব্যবস্থা করেছিল। এ সময় ওই কোচিং সেন্টারে এক দুইজন করে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর দুই একজন করে বের হতে থাকে।
এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় একজন তাদের কার্যক্রম ভিডিও করছিল। ভেতরে ঢুকে দেখা যায়, কোচিং সেন্টারের বোর্ডে লেখা ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল।
বিএনপির নেতাকর্মীরা জানান, সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টের অনুষ্ঠান পালন করছিলেন। এগুলো ভিডিও করে আওয়ামী লীগের ফেসবুক পেজে দিয়ে দেখাবে যে অনেক বাধা বিপত্তির পরও তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, ১৫ আগস্ট শুক্রবার বন্ধ পেয়ে গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগের দোসররা এখানে খিচুরি রান্না করে মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু স্থানীয়রা হাতেনাতে ধরলে অনেকেই পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুইজনকে পুলিশে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.