কাওসার হামিদ, তালতলী// বরগুনার তালতলী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টায় তালতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য বাছাই টিমের সদস্য সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও জেলার সদস্য যাচাই বাছাই টিমের সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান,বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অসীম প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন।
বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য নতুন সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.