বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সহ-সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মী সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা(দক্ষিণ) বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামসুল আলম ফকির, বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, কাজী নজরুল ইসলাম মিরন, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদার, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল,
বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আজাদ বিশ্বাস, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আল আমিন, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব মো. আরাফাত হোসেন। এছাড়ও কর্মীসভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে তৃণমূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.