প্রকাশিত এপ্রিল ২২ বৃহস্পতিবার, ২০২১, ০৭:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ইন্দুরকানীতে বোরো ধান কাটার শ্রমিক প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এলাকায় বোরো ধান কাটার জন্য বাস পরিবহনের মাধ্যমে ৩০জন শ্রমিক প্রেরন করেন।
শ্রমিকরা হলেন ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়নের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এবং মন্ত্রনালয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় বোরো ধান কাটার জন্য শ্রমিক পাঠানোর অব্যাহত থাকবে।