ইফতেখার শাহীন, বরগুনা// বাংলাদেশের সর্ব দক্ষিণে বরগুনা জেলার ১২ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়নসহ স্বাস্থ সেবা বঞ্চিত বরগুনার সাধারণ মানুষ। রবিবার সকাল ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা,
সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে উপকূলীয় অবহেলিত বরগুনা জেলা ডেঙ্গুর কালো থাবায় মহামারী রূপ ধারন করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩ মাসে বরগুনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সামান্য অসুস্থ হলেই রোগীদের অন্য হাসপাতালে রেফার করা হয়। আমাদের এই ন্যায্য দাবি না মানলে পরবর্তীতে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.