নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনে লাগা আগুনের কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। ২১ জন আহত হলেও বাকিদের জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে একটি টিয়া পাখিকেও।
আটকেপড়া মানুষগুলোর মতো পোষা ওই টিয়া পাখিটিও ডানা ঝাঁপটিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল। এই অবস্থা দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার করে পাখিটি উদ্ধার করে দোতলা থেকে নিচে নিয়ে আসেন।
পাখিটি উদ্ধার করা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের দুই তলায় সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান শেষ করে ফেরার পথে একটি বারান্দায় পাখিটিকে দেখতে পান। টিয়াটি বাঁচার জন্য ছটফট করছিল।
চারদিকে ধোঁয়া থাকায় হয়ত তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফায়ার কর্মীদের দেখে পাখিটির যেন বাঁচার আকুতি আরও বেড়ে যায়। তাই হয়ত ছটফট করা আরও বাড়িয়ে দেয়। পরে তারা পাখিটিকে উদ্ধার করে নিচে নিয়ে আসেন।
উদ্ধারের পর পাখিটিকে পানি খাওয়ার ফায়ার কর্মীরা। পরে পোষা পাখিটি তাকে সেখানো কয়েকটি শব্দও উচ্চারণ করে।