গলাচিপায় এনড্রয়েড সেট না পেয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ২৩ শুক্রবার, ২০২১, ০৮:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর গলাচিপায় এনড্রয়েড সেট না পেয়ে গলাচিপা টেক্সস্টাইল ইনিস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র মশিউর রহমান রনি আত্মহত্যা করেছে।
শুক্রবার সাকালে গলাচিপা পৌর শহরেরর ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বাসিন্দা জাকির হোসেনের ছেলে রনি নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। জাকির হোসেন রাঙ্গামাটিতে একটি দোকানে চাকুরি করেন। রনি কয়েকদিন ধরে তার মায়ের কাছে এনড্রয়েড মোবাইল ফোন সেট কিনে দেয়ার জন্য আবদার করে এবং মুঠোফোনের মাধ্যমে বাবার কাছেও একই আবদার করে। জাকির হোসেন জানান ঈদের পর বাড়ি এসে তাকে এনড্রয়েড সেট কিনে দিবেন।
গলাচিপা থানার কর্মকর্তা ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।