নিজস্ব প্রতিবেদকঃ একই সঙ্গে ‘জয় বাংলা’ ও ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসাসহ আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে ১৫-২০ জন দুর্বৃত্ত।
নগরীর মুন্সিপাড়ায় শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন দৃর্বৃত্ত প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। আমার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আমাদের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :