দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করা, উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয় জনবহুল স্থানে চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং পুরস্কার প্রদান।
এবারের মৎস্য সপ্তাহে প্রতিপাদ্য ছিল " অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবুল বশির কমিশনার,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, , মৎস্য চাষী আব্বাস উদ্দিন জাবেদ হাওলাদার, আব্দুল হাই ও জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেঘনার অভয়াশ্রমে নির্বিঘ্নে মাছ সংরক্ষণের জন্য নিষিদ্ধ কারেন্ট জাল, মশারির জাল ব্যবহার করা যাবে না। মৎস্য উৎপাদনে মৎস্য আহরণকারী ও মৎস্য ব্যবসায়ী সহ সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে মৎস চাষী আব্বাস উদ্দিন জাভেদ হাওলাদার এবং আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.