নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ভিডিও শেয়ার করায় ‘হত্যার হুমকি’ পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. শিমুল হোসেন নামে ঝিনাইদহের এক অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি ঝিনাইদহের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী।
শিমুল হোসেন জানিয়েছেন, তাকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজীব হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ম্যাসেঞ্জারে কল দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়। পরদিন বুধবার (১৬ জুলাই) রাতে তিনি সদর থানায় জিডি করেছেন।
সাধারণ ডায়েরিতে মো. শিমুল হোসেন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন।জিডিতে তিনি আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাঙ্কি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় সজীব হোসেন তাকে কল দিয়ে ভিডিও শেয়ার করার কৈফিয়ত চান।
ওই ভিডিও অনেকেই শেয়ার করছে জানিয়ে, নিজের অপরাধ কী সে বিষয়ে প্রশ্ন করলে ছাত্রলীগ নেতা সজীব বলেন, ‘সবাই করুক তুই করবি ক্যা।’ একপর্যায়ে শিমুলকে হত্যার হুমকি দিয়ে সজীব বলেন, ‘জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।’
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার এমন অডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। একজন এসআইকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.