দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ// বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করেছে।
সোমবার বিকেলে উপজেলার ভিআইপি কলোনি সংলগ্ন কয়েকটি প্রাইভেট ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা, ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনেস্টিক সেন্টারকে ৫০ হাজার ও গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম মেনে সেবা দেয়ার জন্য সতর্ক করা হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, ভবিষ্যতে ক্লিনিকে কোন অনিয়ম ধরা পড়লে এর থেকেও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম রোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.