বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি॥ বরিশাল জেলা ডিপি পুলিশের( গোয়েন্দা শাখা) অভিযানে বাবুগঞ্জের উপজেলার দেহেরগতি ইউনিয়ন থেকে ৪৮ পিচ ইয়াব বড়িসহ ১ জন আটক হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় বরিশাল জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃ বেলায়েত হোসেন খান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২।
মামলা সূত্রে জানাযায়, সোমবার রাত ৯ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ নিজামউদ্দিন তালুকদার এর নেতৃত্বে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদুল ইসলাম দিপু (২২) কে ৫০পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়।
আটককৃত মোঃসাজ্জাদুল ইসলাম দিপু বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের সেলিম জমাদ্দারের ছেলে। তারা উভয় বরিশালের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিল। অভিযানে অংশগ্রহন করেন বরিশাল জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ বেলায়েত হোসেন খান, সঙ্গীয় এসআই মোঃ হেলাল উদ্দিন খান, এএসআই মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, মোঃ শফিকুল ইসলামসহ একটি চৌকশ টিম।