নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সরকারের অবস্থান অটল। তিনি বলেন, নির্বাচন দেয়ার পর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সরকার এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর আমরা দায়িত্ব হস্তান্তর করব। রাজনৈতিক দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মাত্র।’
ড. মুহাম্মদ ইউনুসকে ‘বিশ্ব সমাদৃতজন’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে সরে আসার প্রশ্নই আসে না। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দুদক-বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো আগামী দুই মাসের মধ্যে আইনে রূপ দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.