চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা বিএনপি নেতা প্রভাষক মো.জাহাঙ্গীরের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ) আগস্ট দুপুরে চরফ্যাশন উপজেলার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনে করেন চরফ্যাশন উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা-কর্মীরা।
এসময় লিখিত বক্তব্যতে চরফ্যাশন উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মো.আবু ছাইদ বলেন, চরফ্যাশন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা রুহুল আমিন। চরফ্যাশন উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও প্রত্যাশিত শিক্ষকদের নিকট থেকে নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বিপুল পরিমানে টাকা হাতিয়ে নেন। গত ৩ আগষ্ট সন্ধায় শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য দুলারহাটে যান। সেখানে শিক্ষকদের কাছ থেকে টাকা দাবী করলে তারা টাকা দিতে অস্বীকার করলে এতে কথার কাটাকাটি হয়। একপর্যায় উপস্থিত জনতা মো.রুহুল আমিনকে পূর্বের আত্মসাৎকৃত টাকা ফেরৎ চেয়ে অবরুদ্ধ করে রাখেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে দুলারহাট থানা বিএনপির নেতা ফিরোজ কিবরিয়া, ইউসুফ কবির কমান্ডার, জাহাঙ্গীর মেম্বার, প্রভাষক জাহাঙ্গীর হোসাইন ও যুবদল নেতা কামরুল কমান্ডার সহ উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গ বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করে ঘটনা জেনে সমাধানকল্পে দাবিকৃত টাকা প্রতারক রুহুল আমিন স্বীকার উক্তির ভিত্তিতে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রমাণস্বরুপ লিখিত ষ্টাম্পে চুক্তির মাধ্যমে স্বেচ্ছায় স্বাক্ষর করেন। যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। রুহুল আমিনকে দুলারহাট বিএনপি অফিস রাখা হয়নি কথাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দুলারহাট বিএনপি নেতা প্রভাষক মো. জাহাঙ্গীর বলেন, আমার এবং আমার বোনের প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি ও নুরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নবায়ন বাবদ নেয়া ৬ লক্ষ টাকা নিয়েছেন স্বঘোষিত নেতা রুহুল আমিন। সেই টাকা ফেরৎ চাইলে আমার বিরুদ্ধে চাদাঁবাজির মিথ্যা মামলা দায়ের করেন রুহুল আমিন। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতারক ভূয়া শিক্ষক নেতা রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো.নোমান, শিক্ষক রুহুল আমিন, নেছার উদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত মাওলানা মো. রুহুল আমিনকে ফোন দেয়া হলে তিনি বলেন, জাহাঙ্গীর আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি চরফ্যাশন উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির বৈধভাবে সাধারণ সম্পাদক পদে রয়েছি। আমাকে মারধর করেছে তাই আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.