প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ৩ প্রেমিক যুগল আটক

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দীঘিতে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি প্রেমিক যুগলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সঙ্গে কথা বলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানকালে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গাসাগরকে রক্ষা করতে হলে নিয়মিত নজরদারি এবং কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে — দুর্গাসাগরকে অশ্লীলতা ও বেহায়াপনা মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.