সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালীতে আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী আবুল বশার (৪০)। মামলা করে বিপাকে পড়েছেন তিনি।আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।উল্টো বাদী মামলা তুলে না নিলে তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।
প্রাণভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ আবুল বশার । ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চর-বৃষ্টিন গ্রামে। এ বিষয়ে আবুল বশার বলেন, টিউবয়েলের পানি আনা কে কেন্দ্র করে প্রতিপক্ষরা গায়ের জোরে আমাকে মারধর করে আমার মেয়েকে মারধর করে আমি মামলা করলে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানাকে এজাহান নেওয়ার নির্দেশ দেন ।আমি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি।যার মামলা নং সিআর ২১৯/২৫।
এ বিষয়ে আবুল বশারের স্ত্রী মাহিনুর বেগম বলেন, আমার স্বামীকে চর-বৃষ্টিন বাজারে গেলে আসামিরা ভয় দেখায় মানুষের কাছে বলে মামলা তুলে না নিলে যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমার স্বামী আসামিদের ভয়ে গলাচিপা গিয়ে থাকে। তিনি আরো বলেন, আমার স্বামীকে আসামিরা বাজারে উঠতে দেয় না। কৃষি কাজ করতে দেয় না।
মামলা তুলে নিতে বলে আমরা এখন খুব কষ্টে জীবন যাপন করছি। এ বিষয়ে মামলার বাদি আবুল বশার বলেন, আসামি আওয়াল সরদার এবং মহসিন সরদার আমাকে বাজারে দেখলেই মানুষজনের কাছে বলে ওরে সরে যেতে বল নালে ওকে মারধোর করবো ওদের ভয়ে আমি দেশে থাকতে পারিনা ওরা আমাকে মামলা তুলে না নিলে যে কোন মুহূর্তে মেরে ফেলতে পারে। তিনি আরো বলেন, মামলা করে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। আবুল বাশার বলেন, জেলা পুলিশ সুপারের সদয় দৃষ্টি কামনা করছি আমার দুজন আসামিকে গ্রেফতার করলে আমি এলাকায় থেকে সুন্দর মত জীবন যাপন করতে পারি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.