ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে গৃহবধুকে জোর করে ধর্ষনের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার(৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামে। ধর্ষক রিয়াজুল ইসলাম স্থানীয় মৃত মোজাফফার আলী হাওলাদারের ছেলে।
ধর্ষিতা গৃহবধুর মা জানান, ধর্ষক তার মেয়েকে বিয়ের আগে থেকেই প্রায়ই উত্যক্ত করতো। তাই গত এক বছর আগে মেয়েকে বিয়ে দেই। মেয়ে গত কয়েক দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বরিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আমি (মা) বিশেষ কাজে পাশের বাড়িতে যাই। এ সময় আমার মেয়ে ঘরে একা থাকার সুযোগে ধর্ষক ঘরে ঢুকে আমার মেয়েকে জোর করে ধর্ষন করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু স্থাণীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ধর্ষককে স্থাণীয়রা আটক করে থানায় সোপর্দ করেছেন।