ইফতেখার শাহীন, বরগুনা// বরগুনায় কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সম্প্রতি কিশোর গ্যাং এর হামলার পৃথক দুটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পরে সদর থানায় পৃথক দুটি মামলা হয়।
সেই মামলায় বুধবার সকালে আসামী তাজবীদ আবেদীন-১৯ ও হৃদয় রায়-২০ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তাওহীদুল ইসলাম তোফা নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে অপহরন করে গোপন স্থানে নিয়ে মারধর ও মাটিতে থুথু ফেলে তা চেটে খাওয়াতে বাধ্য করার তিন মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার সদর রোডের জয়নুল আবেদিনের ছেলে তাজবীদ আবেদীনকে গ্রেফতার করে পুলিশ।
কিশোর অপরাধ বিষয়ে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বায়জিদ শিকদারকে মারধরের অপর একটি ভিডিও চিত্র ফেজবুকে ভাইরাল হয়। ওই ঘটনায় পৃথক আর একটি মামলায় বরগুনার কাঠপট্রি এলাকার রিপন রায়ের ছেলে হৃদয় রায়কে
গ্রেফতার করে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, মাদকের প্রভাব ও পারিবারিক শিক্ষার অভাবে বরগুনায় কিশোর অপরাধ বেড়ে গেছে। এ সংক্রান্ত ব্যাপারে থানায় মামলার এজাহার হয়েছে। আমরা প্রধান আসামীসহ ৭জন অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। অপর আসামীদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলমান রয়েছে। দুটি মামলায় মোট ২১ জন আসামী রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.