নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের সড়কের পরিস্থিতি দেখে মনে নাও হতে পারে যে এগুলো প্রধান সড়ক নাকি ময়লার ভাগাড়। বরিশালের প্রধান প্রধান সড়কের পাশে এখন সকাল থেকে রাত পর্যন্ত মায়লা পড়ে থাকে এবং এসব রাস্তার পাশে রয়েছে সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
বিশেষভাবে উল্ল্যেখযোগ্য বরিশাল বি. এম কলেজ রোড, বগুড়া রোড়,বি.এম স্কুল রোডসহ আরো অনেক রোডের পাশে দেখা যায় এই অবস্থা। এ ময়লার দুর্গন্ধে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে।
এরকম চিত্র দেখে বিরক্ত অনেকেই। স্থানীয় মৌসুমি ফল ব্যবসায়ীরা আবর্জনা সড়কের ওপর ফেলে স্তূপ করে রেখেছেন। এর ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। শহরের বাসিন্দাদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। বাইরের জেলা থেকে এ সড়ক দিয়েই শহরে প্রবেশ করতে হয়। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে দিনের পর দিন এভাবে আবর্জনা পড়ে থাকায় দুর্ভোগ যেন বেড়েই চলেছে।
নথুল্লাবাদ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের ময়লা, যেমন-মাছ কাটার পরে অবশিষ্ট ময়লা, ডিম ব্যাবসায়ীদের ময়লা থেকে শুরু করে বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় ইন্দোবাংলার পাশে যার নিকটে অবস্থিত শেরে বাংলা স্কুল, বি. এম. কলেজ মসজিদ গেটের পাশে নতুন করে তৈরি করা হচ্ছে ময়লার ভাগাড় যার পাশেই রয়েছে অনেকগুলে লাইব্রেরী যেখানে সাধারণ জনগনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সবসময় আাসাযাওয়া থাকে।
বগুড়া রোডেও রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে ময়লা পড়ে থাকায় ছাত্র-ছাত্রীর পাশাপাশি সাধারণ মানুষও এখন অতিষ্ঠ। এছাড়াও বর্তমানে বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এসব ময়লার ভিতরে পড়ে থাকা ডাবের খোসা,পলিথিন সহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকা।তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.