প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ কাদের আর নেই

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এম. এ.কাদের (৭৫) আর নেই। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.............রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হয় ।
এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,ওসি মোঃ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এদিন বাদ আসর উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিন্দ্রায় শায়িত করা হয়। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.