ববি প্রতিবেদক// শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যখাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শেরে বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিমে সংকট নতুন নয়। শের-ই-বাংলা মেডিকেলে সম্প্রতি নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে। এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শেবাচিম সংস্কারের এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।
সিরাজুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সংহতি প্রকাশ করা হয়েছে আশা রাখি বরিশালসহ সমগ্র বাংলাদেশ থেকে সমর্থন দিবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ ও সিরাজুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোমিনুল ইসলাম রানা, আলিম রেজা, ইফতেখার সায়েমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.