রিয়াজুল রাজুঃ আজ সোমবার (২৬ এপ্রিল) বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে রিকশাচালক, দুস্থ,অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগ। বামরাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সাইমুন সেরনিয়াবাত বলেন, লকডাউনে শ্রমজীবী ও অসহায় মানুষ কিছুটা বিপাকে পরেছে এবং অসহায়ত্ত্ব ভাবে জীবন কাটাচ্ছে।
কঠোর লকডাউনের মধ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান।
বামরাইল ইউনিয়নের অন্যতম ছাত্রলীগ নেতা সাইদুর রহমান কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার প্রয়াসে তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা।
এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এভাবেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসাই আমাদের সকলের কাম্য। যার যার অবস্থান থেকে এবং সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দায়িত্বটুকু হাতে নেই।’
আজ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।