প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
বরিশালে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের মাহামুদিয়া মাদ্রাসার সামনে আজ শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছে।
অভিযোগে জানা যায়, কামাল ওরফে গাজা কামাল, তার স্ত্রী নাসিমা, সহযোগী ছেলে নাইম ও পালকৃত মেয়ে নুপুর নিয়মিত মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম চরআবদানী গ্রামে।
মানববন্ধনে বক্তারা বলেন, তাদের মাদক ব্যবসায় নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন মামলা করে হয়রানি করে। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকলেও এ চক্রের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, পূর্ব চরআবদানীর স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন সেন্টু ২০২৪ সালে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাউনিয়া থানায় গণস্বাক্ষর নিয়ে একটা লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে গাজা কামালের স্ত্রী নাসিমা একটি নারী নির্যাতন ও ধর্ষণ মামলা করে।
পরবর্তী এই মামলার তদন্ত পিবিআই করলে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.