প্রকাশিত এপ্রিল ২৭ মঙ্গলবার, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির কাঠালিয়ার সেই অসহায় ঝর্ণা বেগম ও তার স্বামীকে ঈদ উপহার পাঠালেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের মাদ্রাসা রোডের ঝর্ণা বেগমের চায়ের দোকানে গিয়ে এসব উপহার সামগ্রী তার হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার।
এ সময় কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. শহীদুল আলমসহ অন্যান্য সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল এক বস্তা চাল, ডাল, তৈল,আলু, চিনি, চিড়া, আটা, ছোলা, লবণসহ এক মাসের খাদ্য এবং একটি শাড়ি ও একটি লুঙ্গি।
গত ২৩ এপ্রিল শুক্রুবার ‘না খাইয়া থাহার চাইয়্যা করোনায় মরা ভালো’ শিরোনামে বরিশালক্রাইমট্রেসডটকমসহ আরও বেশ কয়েকটি অনলাইনে এ একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে স্থানীয় সাংবাদিক এর মাধ্যমে ওই চা দোকানী ঝর্ণা বেগমের খোঁজ-খবর নেন এবং ঝর্ণা বেগম ও তার অসুস্থ স্বামীর জন্য একমাসের খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পাঠান।
ঝর্ণা বেগম ও তার স্বামী এমপি মহোদয়ের পাঠানো উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি।
করোনা মহামারি, কঠোর লকডাউন ও রমজানের কারণে আয়ের একমাত্র উৎস ঝর্ণা বেগমের চায়ের দোকানটি বন্ধ থাকায় অর্ধাহারে-অনাহারে মানবেতর দিন কাটছিলেন ঝর্ণা বেগম ও অসুস্থ স্বামী আ. হালিম।