ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষ! শেবাচিম হাসপাতালে নেয়ার পথেই বাবার মৃত্যু
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ২৭ মঙ্গলবার, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর সরদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ সময় তাঁর ছেলে ইমাম সরদার (২০) গুরুতর আহত হন। উপজেলার পশু হাসপাতালের সামনে গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর সরদার পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
এলাকা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর সরদার তাঁর কলেজপড়ুয়া ছেলে ইমাম সরদারকে নিয়ে গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেলে করে কালকিনি কলেজের একটি কাজে রওনা দেন। এ সময় উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর সরদারের মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই সাবেক কাউন্সিলর মো. মুজিবর রহমান বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটিকে আটক করে জনতা।