বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিন দিকে মরহুম নাদের হাওালাদারের বাড়ির সম্মুখ হয়ে ৯ নং ওয়ার্ডের দক্ষিন চরআলগী খেয়াঘাট ও চরআলগী ১২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে চরআলগী উচা ব্রীজ পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন করা হয়েছে ।
সোমবার ২৫ আগস্ট সকাল ১১ টার সময় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর আলগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠি হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মোশারফ হোসেন খানের উদ্যোগে ও ভুক্তভোগী চরআলগি গ্রামবাসীর আয়োজনে বিশাল এ মানববন্ধনে স্কুলে যাতায়াতের দুর্ভোগের শিকার রমজান কাঠি মাধ্যমিক বিদ্যালয়, চরআলগী ১২৯ নং সরকারি প্রাথমিক ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: শিহাব উদ্দিন, চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা খানম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মোশারফ হোসেন খান, আব্দুস সাত্তার হাওলাদার, মোঃ রাজু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছরে কোন সরকারই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয়ের থেকে দক্ষিন চর আলগি খেয়াঘাট হয়ে পশ্চিম চর আলগী উচা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার আঞ্চলিক কাঁচা রাস্তাটি কোন সংস্কার করা হয়নি।
এই ইউনিয়নে ব্যক্তিগতভাবে অনেক রাস্তা পাকা করন হয়েছে। এ রাস্তাটি কাঁচা থাকায় জনসাধারণ দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রতিদিন এ কাঁচা রাস্তা ব্যবহার করে ৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়াও বাবুগঞ্জ সদর, বাটাজোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক সহ দেশের বিভিন্ন গন্তব্যে সহস্রাধিক লোক এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে। তাই আমাকে বিলম্বে এ রাস্তাটি পাকা করনের দাবি এলাকাবাসীর।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.