মোঃ সাদ্দাম হোসেন// বরিশাল সদর জেলার বন্দর থানার চরকাউয়া সাতানী গ্রামের একটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। একই পরিবারের দুইজন—মোঃ হাচান চৌকিদার (২৫) ও তার মা রাহিমা বেগম (৫০)—দুজনই শারীরিক প্রতিবন্ধী।
মোঃ হাচান চৌকিদারের পিতা মরহুম সেকান চৌকিদার মৃত্যুবরণ করার পর থেকে পরিবারটি অভিভাবকহীন হয়ে পড়ে। মা-ছেলে দুজনই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তারা কোনো কাজ করতে সক্ষম নন। ফলে প্রতিদিনই চরম দুঃখ-কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।"
এ অবস্থায় স্থানীয় সহৃদয় ব্যক্তি, সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ অসহায় পরিবারকে বাঁচাতে মানবিক সহায়তা করার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
যারা সহযোগিতা করতে চান, তারা নগদ নম্বর: ০১৮৬৪৮৮৫৯৭২ (পান্না)-তে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.