লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম কিবরিয়া নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানতিনি।
মৃত গোলাম কিবরিয়া লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজে প্রভাষক হিসেবে অধ্যায়নরত ছিলেন। গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রভাষক গোলাম কিবরিয়া।