বিনোদন ডেস্ক//অভিনয় দক্ষতা, স্টারডম ও ভক্তদের ভালোবাসার বিবেচনায় দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকা প্রকাশ করল অরম্যাক্স মিডিয়া। ২০২৫ সালের জুন মাসের এই শীর্ষ ১০-এর তালিকায় দক্ষিণী তারকাদের দাপট আবারও চোখে পড়ার মতো। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, অন্যদিকে জনপ্রিয়তায় কিং খান শাহরুখকে পেছনে ফেলে দিয়েছেন ‘পুষ্পা ২’ তারকা আল্লু অর্জুন। অবাক করা বিষয়, এই তালিকায় জায়গা পাননি বলিউডের দুই খ্যাতনামা অভিনেতা সালমান খান ও আমির খান।
তালিকার প্রথম স্থানটি দখল করে আছেন প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’-র মতো বড় বাজেটের ছবি ও ভক্তদের আবেগ মিলিয়ে এই জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার থলাপতি বিজয়।
তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টাইলিশ স্টার অল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শাহরুখ খান চতুর্থ স্থানে নেমে গেছেন। ‘জওয়ান’ এবং ‘ডানকি’-র সাফল্য সত্ত্বেও তিনি শীর্ষ তিনের বাইরে।
পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন একে একে দক্ষিণী তারকারা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রাম চরণ।
বলিউডের আরেক প্রতিনিধি হিসেবে নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তার ধারাবাহিক সিনেমা রিলিজ এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয় হয়তো তাকে এই তালিকায় টিকিয়ে রেখেছে।
দশম স্থানে উঠে এসেছেন নানি। ‘হিড়োহি’ বা ‘দাসরা’র মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন পুরো ভারতে।
তবে অরম্যাক্স মিডিয়ার মতে, চলতি বছরের জুন মাসের আপডেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ অভিনেতার তালিকা থেকে বাদ পড়েছেন সালমান খান ও আমির খান। তবে বলা বাহুল্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির আধিপত্য বলিউডের অনেক তারকার কাছে যেন এক সতর্কবার্তা হয়ে এলো।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.