বরগুনা প্রতিনিধি// বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৪৪ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪১, আমতলী ৪, বেতাগী ৩, বামনা ৪, তালতলী ২ ও পাথরঘাটায় ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া জেলা সদরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৮, আমতলী ৪, বেতাগী ৭, বামনা ১২, পাথরঘাটা ১৮ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৮৬০, তালতলী ১৪৩, বামনা ২৩৯, বেতাগী ১০০, আমতলী ৭১ এবং পাথরঘাটা উপজেলায় ৪৩১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৫ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.