নিজস্ব প্রতিবেদক ॥ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন থানা পুলিশ।
এসময় মোটরসাইকেলে থানা তিন যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তিনজনকেই আটক করা হয়।
পরবর্তীতে দুইজনের কাছ থেকে একটি রাম দা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানার এসআই মোঃ আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :