নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সফিউদ্দিন কলেজ সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ডি ৪৫৪৮ নম্বরের একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বক্সে সজোরে ধাক্কা দেয়। এতে বক্সটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হন।
তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক ও চালককে জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়েছে দুর্ঘটনার পর এস এম আশরাফুল আলম, পিপিএম, ডিসি ট্রাফিক (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ট্রাফিক বক্স পরিদর্শন করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলে কোনো বিঘ্ন নেই।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.