নিজস্ব প্রতিবেদক// বরিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন তিন শতাধিক অসহায় নারী-পুরুষ। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও আল-খিদমাহ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর হযরত কালুশাহ সড়কের শহিদ রহিম সেবা সংঘ কার্যালয়ে এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। পাশাপাশি ৫০ জন ছানি রোগীকে বাছাই করা হয়, যাদের পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান।
চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তারা। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ভবিষ্যতে অপারেশনের আশ্বাস পেয়ে তারা খুশি।
একজন অসহায় বৃদ্ধ জানান, বহু বছর ধরে তিনি ছানির সমস্যায় ভুগছেন। এখানে এসে জানতে পারেন তার বিনামূল্যে ছানি অপারেশন হবে। এ খবর শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.