নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন চালায় মালিক ও চালকরা।
সমিতির নেতৃবৃন্দ জানান, যথাযথ পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্সগুলো দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এতে রোগী পরিবহনের সময় সমস্যা হচ্ছে। তারা দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন। রোগীর স্বজনরা জানান, গতকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া ধর্মঘটে জরুরি রোগী পরিবহনে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.