নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার বুড়িচংয়ে একটি কালভার্টের নিচ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এরপর সাপটি বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান স্থানীয় এক যুবক। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে অজগরটি ধরে বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে যান।
স্থানীয়রা জানান, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলাউদ্দিন নামে এক যুবক সাপটি উদ্ধার করেন। এ সময় অনেকেই তাকে সাপটি বিক্রির পরামর্শ দিলেও এলাকাবাসী চায় এটি বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।
অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম বলেন, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে, এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমার ইচ্ছা সাপটি আবার জঙ্গলে অবমুক্ত করা হোক।
বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল হক জানান, তিনি অজগরের খবর পেয়েছেন। বৃহস্পতিবার সকালে বন বিভাগের পক্ষ থেকে সাপটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানান, সাপটি উদ্ধার হওয়া অঞ্চলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা। ওই এলাকায় বেশ কিছু পাহাড়-জঙ্গল রয়েছে। এর আগেও ওই এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটিকে বন বিভাগ কালিকৃষ্ণনগর বনে উন্মুক্ত করবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.