মায়ের মৃত্যুর সংবাদে দুবাই থেকে বরিশালে যুবলীগ নেতা সাইফুল আলম, বিমান বন্দরে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ২৮ বুধবার, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:: বাবুগঞ্জের কৃতিসন্তান কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এম সাইফুল আলমের মায়ের মৃত্যুর সংবাদে তিনি (সাইফুল আলম)বুধবার মধ্যপ্রাচ্য থেকে বরিশাল বাবুগঞ্জের নিজ বাড়িতে ছুঁটে আসেন।
এসময় বরিশাল বিমান বন্দরে তাকে স্বাগত জানান,বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি,সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু,
যুগ্ন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক রিপন শিকদার,যুবলীগ নেতা মোঃ ফিরোজ মাঝি, মোঃ রফিকুল ইসলাম বাবুসহ যুবলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান সহ নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এম সাইফুল আলমের বাড়িতে ছুঁটে যান।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল শনিবার কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক বাবুগঞ্জের কৃতি সন্তান এম সাইফুল আলমের মাতা মোসাম্মৎ নূর জানান বেগম (৬৫) ইন্তেকাল করেন। এ সময় তিনি দুবাই অবস্থান করছিলেন।
তিনি দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্বামী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আগামী শুক্রবার আসর বাদ চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকার নিজ বাড়িতে মরহুমার রুহের মাগফেরাত কামনায় উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হইবে। দোয়া মোনাজাতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন যুবলীগ নেতা এম সাইফুল আলম।