প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
কলাপাড়ায় জেলেদের অধিকার নিশ্চিত করতে বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গঠিত হলো ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন প্রতিনিধি অংশ নেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজিব। বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠনের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ মিজানুর রহমান, এ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প।
তিনি বলেন, “বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক একটি অংশগ্রহণমূলক, টেকসই ও সমন্বিত প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মৎস্যজীবীদের মৎস্যধিকার ও জলজ সম্পদে প্রবেশাধিকার সুরক্ষিত হবে, পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী রুহুল আমিন বলেন, জেলেদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র প্রয়োজন। সাইদুর রহমান বলেন, এই কমিটি ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়ন করবে এবং উত্তরণ প্রকল্প শেষ হলেও কাজ চালিয়ে যাবে।
এসময় ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন-সভাপতি, মোঃ রহুল আমিন, সহ-সভাপতি মোছা. আকলিম, আবুল কালাম, সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক শাহানাজ বেগম, মোঃ ইমরান, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদকর্মী এস এম আলমগীর হোসেন, সমাজ ও মহিলা বিষয়ক সম্পাদক মেমেচান, অফিস ও ডকুমেন্টস সম্পাদক মোঃ মাসুদ।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ নাসির উদ্দিন, উত্তম কুমার হাওলাদার, ফাইজুর রহমান, কাজল রানী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই নেটওয়ার্ক জেলেদের অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন এবং একটি টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.