প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
পুলিশের নীরব ভূমিকায় কালিহাতায় মাদকের রমরমা ব্যবসা,বাড়ছে চোরের উপদ্রুব

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে প্রশাসনের নীরব ভূমিকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারি ও সেবনকারীরা,বাড়ছে চোরের উপদ্রুব। মাদকের ভয়াল গ্রাসে ধ্বংস হচ্ছে যুব সমাজ। যেন দেখার কেউ নেই। দিন দিন কিশোররাও মাদকাসক্ত হচ্ছে।
কালিহাতা যেন মাদকের অভায়শ্রম। বহিরাগতদের আনাগোনা আর সন্ধ্যা ঘনিয়ে এলে মাদকের রমরমা ব্যবসা ও মাদকের আসর বসানো হচ্ছে। মোটরসাইকেল যোগে মাদক কারবারিরা বিক্রি করছে মরন নাশক ইয়াবা,গাঁজা। অপরদিকে চোর আতঙ্কে কালিহাতাবাসী। চুরির আতঙ্কে দিশপহারা মানুষ।
এমনকি রাত জেগে পাহাড়া দিতে হয়। বেপরোয়া মাদক কারবারিদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না সাধারণরা।নেই পুলিশের তৎপরতা। একদিকে অবৈধ মাদক ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। অপরদিকে যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
মাদকের নেশায় হাবুডুবু খাচ্ছে কালিহাতা গ্রামের কিশোর,যুবকসহ বিভিন্ন বয়সী একাধিক লোকজন। মাদকের এ ভয়াল থাবা থেকে ভবিষ্যতে পরিত্রাণ মিলবে কিনা প্রশ্ন জনমনে? বরিশাল পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.