নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের পীরগাছায় ৩০টি গাঁজার গাছসহ হারুন মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী ইউপির খামার বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়।
আটক বৃদ্ধ ওই ইটাকুমারী বটতলা বাজার এলাকার মৃত আছর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইটাকুমারী বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেওয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলাগাছের বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার পর হারুন মিয়াকে গ্রেপ্তার করা হলেও শাহ আলী পলাতক রয়েছেন। পীরগাছা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.