নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আবু সাঈদ নিহত হয়েছেন। নিহত সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।
সফরসঙ্গী সূত্রে জানা যায়, শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের উদ্দেশে আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে তারা রওনা হন। রাত ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। অনেকে বাস থেকে নেমে চা খেতে দোকানে যায় এবং আমিরসহ সাত-আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন।
হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে ১ নম্বর বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হন। দাঁড়িয়ে থাকা সাত আট জনসহ বাসের ভেতরে থাকা অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আমার থানার সামনে এমন ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি ছুটিতে রয়েছি।
খুলনা দাকোপ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জামায়াত ইসলামের সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শুনেছি। উপজেলা আমির আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.