
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মহিপুরে লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গোড়াখাল আশ্রয়ণ প্রকল্প ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। গৃহহীন জেলেদের মাথা গোঁজার ঠাঁই দিতে ২০০৫ সালে নির্মিত এ প্রকল্প আজ বিলীন হওয়ার শঙ্কায়। এই এলাকার প্রায় ৭১টি পরিবার বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দা লাইলী বেগম বলেন, আমরা যে ঘরে থাকি, সেখানে মানুষ তো দূরের কথা, গরু-ছাগলও থাকতে পারবে না।
জেলে নুর ইসলাম বলেন, ঘরের টিন পড়ে গেছে, দরজা জানালা নেই। ঘরে বসে আকাশ দেখা যায়। বৃষ্টির দিনে পানি ঢুকে যায়। কিন্তু কোথাও যাবার জায়গা না থাকায় আমরা বাধ্য হয়ে এখানে থাকছি।
উল্লেখ্য, ২০০৭ সালের সিডরের আঘাতে প্রকল্পটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে খাপড়াভাঙ্গা নদীতে দ্রুতগতির ট্রলার চলাচলের কারণে জোয়ারের ঢেউ ঘরবাড়ির ওপর আছড়ে পড়ছে। ফলে পুরো প্রকল্পই বিলীন হওয়ার ঝুঁকিতে।
স্থানীয় জেলে আবুল কালাম হাওলাদার বলেন, সিডরের পর অনেকে এসে শুধু ছবি তুলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কেউ কিছু করেনি। এখন এই আশ্রয়ন প্রকল্প আমাদের জন্য গলার কাঁটা হয়ে গেছে। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। জায়গা থাকলে আমরাও চলে যেতাম।
এ বিষয়ে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, আপনাদের কাছ থেকে মাত্র শুনলাম। আমি সময় করে দ্রুত ওই জায়গা পরিদর্শন করব।
বাসিন্দাদের দাবি, দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জরাজীর্ণ ঘরগুলো সংস্কার করা না হলে তারা যে কোনো সময় গৃহহীন হয়ে পড়বেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.