প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
ভুয়া পরিচয়ে প্রতারণা; অবশেষে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক!

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : সুইডেন ও স্পেনের আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় শিল্পাঞ্চল নির্মাণ হচ্ছে—এমন দাবি করে নিজেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের “এইচআর বিভাগের প্রধান” পরিচয় দেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি।
অভিযোগে জানা যায়, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভুয়া প্রজ্ঞাপন পোস্ট করেন। যেখানে উল্লেখ ছিল, তিনি আন্তর্জাতিক কোম্পানি H&M (Sweden) এবং ZARA (Spain, Inditex Group)-এর বাংলাদেশ শাখার Head of HR (Human Resource Department) হিসেবে কর্মরত। ওই প্রজ্ঞাপনে বাংলাদেশের বিভিন্ন বিভাগে নিয়োগের ঘোষণা দিয়ে প্রার্থীদের নির্দিষ্ট ই-মেইলে আবেদন করতে বলা হয়।
এবং ভুয়া তৈরীকৃত ওই সরকারি প্রজ্ঞাপনে পাট মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে দেখান যে, তাকে ওই শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ, জনবল নিয়োগ এবং সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
মিজানুর রহমান ভুয়া সেই প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে সেটি ভাইরাল হয় এবং চলে যায় বস্ত্র ও পাট অধিদপ্তরের মহাপরিচালকের নজরে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর প্রতারণার সত্যতা মেলে।
এরপর পাট অধিদপ্তরের নির্দেশে গত ২৮ আগস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিমানবন্দর থানা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) ও বিমানবন্দর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা গ্রামের জহুর সরদারের ছেলে। তিনি একসময় বরিশালের সুরভী লঞ্চ কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করতেন। সেসময়ও তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনসহ নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরবর্তীতে এসব অভিযোগের ভিত্তিতে তিনি চাকরিচ্যুত হন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে প্রতারণা ও তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। পাশাপাশি তার আর্থিক লেনদেন ও অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাবুগঞ্জসহ বরিশাল জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.