ঝালকাঠি প্রতিনিধি\ ঝালকাঠিতে আরাফাত রহমান কোকো নাইট হা-ডু-ডু প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর কিস্তাকাঠি আবাসন স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাহবুবুল হক নান্নু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: রবিউল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক এড. মো: আনিসুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আজাদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক মো: ফোরকান সিকদার, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা শিল্পপতি মো: এমদাদুল হক সুমন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শামিম মৃধাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথি মাহবুবুল হক নান্নু বলেন, হারিয়ে যাওয়া দেশের ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানুষ স্বাধীনভাবে আনন্দ উৎসব পালন করতে পারছেন। আরাফাত রহমান কোকো খেলাধুলা পছন্দ করতেন এবং খেলাধুলা চর্চা করতেন।
তাকে আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম নির্যাতন চালিয়ে বিদেশের মাটিতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আরাফাত রহমান কোকার পরিবারের সকলকেই একই কায়দায় পতিত আওয়ামী সরকার জুলুম নির্যাতন চালিয়েছে। কিন্তু জিয়া পরিবার ফ্যাসিবাদী সরকারের সাথে আপোষ করেন নাই।
তিনি সকলকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, মাদক ও নেশা থেকে রেহাই পেতে খেলুধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা শরীর ও মন উভয়ই ভালো থাকে এবং তরুন সমাজ বিপথগামী থেকে রক্ষা পায়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.